saifbcsacademy

Frequently asked questions (FAQ)

কোর্সে ভর্তি হওয়ার প্রক্রিয়া কি?

সাইফ বিসিএস একাডেমীর ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট (User Name/Email এবং Password দিয়ে Login করুন। যদি আপনার অ্যাকাউন্ট Register করা না থাকে তাহলে আগে আপনার Details দিয়ে Register করে নিন।
তারপর Login করুন। আপনার পছন্দনীয় কোর্সটি বেঁছে নিন। এরপর, (Buy Now) অপশনে ক্লিক করে আপনি খুব সহজেই যেকোনো কোর্স চলমান ব্যাচে ভর্তি বা কোর্সটি কিনতে পারবেন।

লাইভ ক্লাসগুলো কীভাবে পরিচালিত হয়?

পেইড ক্লাসের ক্ষেত্রে, সরাসরি জুম অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাসগুলো পরিচালিত হয়।সেক্ষেত্রে আপনাকে জুম আইডি লিংক, পাসওয়ার্ড দিয়ে দেয়া হবে।আর ফ্রি লাইভ ক্লাসগুলো আপনি সহজেই আমাদের ফেসবুক পেইজে অর্থবা ইউটিউবে পেয়ে যাবেন।

কোর্স ফি কীভাবে পরিশোধ করবো?

বিকাশ,রকেট,নগদসহ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি কোর্স ফি পরিশোধ করতে পারবেন।

কোর্সের ভিডিও ক্লাসগুলো কতদিন পর্যন্ত দেখতে পারবো?

কোর্সের ভিডিও ক্লাসগুলো আপনি লাইফ টাইম দেখতে পারবেন। শিক্ষার্থীদের সুবিধার্থে কিছু ক্ষেত্রে আমরা লাইফ টাইম এক্সেস দিয়ে থাকি।

সকল কার্যক্রম কি শুধু অনলাইনেই হয়?

হ্যাঁ। আমাদের সকল ক্লাস ও ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম অনলাইনেই পরিচালিত হয়। এটি একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান, যেখানে আপনি ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে চাকরির প্রস্তুতি নিতে পারবেন।

কোন কোর্সগুলো আপনাদের সবচেয়ে বেশী জনপ্রিয়?

আমাদের সকল কোর্সই জনপ্রিয়। তবে,(NTRCA,PRIMARY,BCS) এই কোর্সগুলোর চাহিদা সবচাইতে বেশি।এরমধ্যে প্রাইমারি ও NTRCA তে আমাদের সাফল্যের হার শতভাগ।

আমাদের সাথে অন্যান্য অনলাইন কোচিং প্ল্যাটফর্ম গুলোর পার্থক্য কি?

আমাদের বিশেষত্ব হলো, এখানে প্রতিটি বিষয় পরিচালনা করা হয় অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা, যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ক্যাডার-নন ক্যাডারসহ অন্যান্য উচ্চ পদগুলোতে কর্মরত রয়েছেন। প্রতিটি ক্লাস লাইভ জুম সেশন হিসেবে নেয়া হয়, এবং ক্লাস লেকচার নোট গ্রুপে প্রদান করা হয়। এর ফলে শিক্ষার্থীরা সহজেই পঠিত বিষয়গুলো বুঝতে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারে।

আমি কি রেজিস্ট্রেশন করার পর কোর্স পরিবর্তন করতে পারবো?

যথাপোযুক্ত কারণ সাপেক্ষে ৫ টির কম ক্লাস করে থাকলে কোর্স পরিবর্তন করতে পারবেন।

ভিডিও ক্লাসের সাথে কি কোনো স্টাডি ম্যাটারিয়ালস/লেকচার নোট এবং লেকচার প্লান দেয়া হয়?

অবশ্যই।ভিডিও ক্লাসের সাথে আপনি প্রয়োজনীয় সকল ম্যাটারিয়ালস/লেকচার নোট পাবেন।

কোর্সের সাথে কি মডেল টেস্ট পরীক্ষা নেয়ার ব্যাবস্থা থাকবে?

অবশ্যই।কোর্সের সাথে প্রয়োজনীয় মডেল টেস্ট পরীক্ষা, এসাইনমেন্ট , লেকচার ভিত্তিক ক্লাস টেস্ট থাকবে।

আমি যদি লাইভ ক্লাস মিস করি, তাহলে কি পরে দেখতে পারবো?

আমাদের লাইভ ক্লাস রেকর্ড আকারে থাকবে।যা আপনি ক্লাস মিস করলেও দেখতে পারবেন।

আমি যদি পাসওয়ার্ড ভুলে যাই, তাহলে কীভাবে লগইন করবো?

সেক্ষেত্রে আপনি (Forgot Password) এ ক্লিক করবেন। এরপর, এর একটা বক্স আসবে।সেখানে, আপনার (User Name/Email) দিন। আপনার Email এ নোটিফিকেশন যাবে। Email চেক করুন আপনি পুনরায় নতুন পাসওয়ার্ড সেট কররার অপশন পাবেন।

আমার প্রশ্নের উত্তর এখানে নেই, সেক্ষেত্রে আমি কীভাবে আমার প্রশ্ন করতে উত্তর পেতে পারি?

এক্ষেত্রে আপনি আমাদের Contact Us- WhatsApp এ যোগাযোগ করতে পারেন।